জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক আশ্চর্য জনক ঘটনা ঘটে গেল অসম-ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার সরসপুর এলাকাতে। আজ সকাল অনুমানিক সাতটা নাগাদ সেখানকার স্কুল শিক্ষক সঞ্জয়কুমার নাথের বাড়িতে একটি গাভি বাচ্চা প্রসব করলে দেখা যায় যে শাবকটির দুটি মুখ,দুটি নাক,চারটি চোখ,দুটি কান রয়েছে।
এমন ঘটনা চাউর হতেই কৌতুহলি জনতা ভিড় জমান নাথ বাড়িতে। এ মর্মে সঞ্জয় বাবু জানান তারা বাচ্চাটি অতি যত্ন সহকারে প্রতিপালন করবেন। এটা এক দুর্লভ দর্শন শাবক। গ্রামের মহিলারা শাবকটিকে মহাদেব ঠাকুরের রূপ ভেবে ভক্তি সহকারে পূজাচর্নার শুরু করে দিয়েছেন।
Leave feedback about this