জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব থানার পুলিশের হাতে ধরা পড়লো দুই বাইক চোর। উদ্ধার দুটি বাইক। মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুই চোরকে আটক করতে সক্ষম হয়েছে পুর্ব থানার পুলিশ। ধৃতরা হল কমলপুরের অর্পিতম রায় এবং মান্দাইয়ের লেম্ফু দেববর্মা। সম্প্রতি অর্পিতম রায় রাজধানীর মডার্ন ক্লাব এলাকায় ভাড়াটিয়া থাকতো বলে জানাযায়। অন্যদিকে লাম্ফু মগ মান্দাই থেকে আসা-যাওয়া করে চুরির কান্ড চালাত। গত সপ্তাহে পূর্ব থানা এলাকা থেকে চুরি হয়েছিল এই বাইক দুটি। সেই চুরি কান্ডের তদন্ত নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। তাদের সাথে আরো বেশ কয়েকজন চোর যুক্ত রয়েছে বলে জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। রিমান্ডেড আবেদন জানিয়ে ধৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে বুধবার।
অপরাধ
রাজ্য
দুটি বাইকসহ কুখ্যাত দুই চোর আটক
- by janatar kalam
- 2024-01-24
- 0 Comments
- Less than a minute
- 1 year ago

Leave feedback about this