জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুটি পৃথক দুর্ঘটনায় মৃত এক, আহত ৭। দুর্ঘটনায় নিহতের ঘটনা উদয়পুরের পালাটনার শীতলাবাড়ি এলাকায়। একটি স্কুটি ও বোলেরোর সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা। নিহতের নাম জয়ন্ত দেবনাথ। তার বাড়ি পালাটানার শীতলাবাড়ি এলাকায়। একই স্কুটিতে থাকা অপর বন্ধু প্রাণকৃষ্ণ গিরি এবং আরেক বন্ধু সাগর দেবনাথ গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে আবারো যান দুর্ঘটনা বিশালগড় পূর্ব গোকুলনগর এলাকায় জাতীয় সড়কে। স্থানীয়রা জানায় একটি ব্যাটারি চালিত অটো বিশালগড়ের দিক থেকে আগরতলার দিকে যাচ্ছিল, ঠিক তখন পূর্ব গোকুলনগর এলাকায় অটোটি আসতেই সামনের দিক থেকে আসা একটি মালবাহী গাড়ি এসে অটোটিতে সজোরে ধাক্কা মারে, পাশাপাশি পেছন দিক থেকে এসে একটি প্রাইভেট গাড়ি ওই মালবাহী গাড়িটিতে ফের ধাক্কা মারে।
এদিকে অটোটি উল্টে যায় ফলে ঘটনাস্থলে আহত হয় ৫ জন। অন্যদিকে বিকট আওয়াজ শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। খবর দেওয়া হয় বিশালগড় দমকল কর্মীদের। বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ি তিনটিকে থানায় নিয়ে যায়। তবে আহত ৫ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্খাজনক বলে জানা গেছে। আহতদের নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া হাসপাতালে।
Leave feedback about this