2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন দুইজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনা কোনভাবেই থেমে যাওয়ার নাম নিচ্ছে না। ট্রাফিক বিধি নিষেধ সম্বন্ধে চালকদের অসাবধানতা কার্যত ডেকে আনছে একের পর এক দুর্ঘটনা। পাশাপাশি দ্রুতগতি তো আছেই তার সাথে। শুক্রবার অফিসটিলা আগরতলা সাব্রুম জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ গুরুতর আহত চালক সহ যাত্রী। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ দস্যিরা বিষয়টি দেখতে পেয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের খবর পাঠায় এবং খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ছুটে আসে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। পরে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। জানাযায় এক ম্যাক্স গাড়ি যাত্রী নিয়ে আগরতলা থেকে শিলাছড়ি যাওয়ার পথে বিশালগড় অফিসটিলা আসতেই উল্টো দিক থেকে ৪ চাকার মালবাহী গাড়ি বিশালগড় থেকে আগরতলা যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাক্স গাড়িতে স্বজোরে ধাক্কা মারে। উভয় গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুটি গাড়ির সামনের অংশটি দুমড়ে যায় এবং আহত গাড়িতে থাকা চালক এবং ম্যাক্স গাড়িতে থাকা যাত্রী।আহতরা হলো গাড়ি চালক জয়নাল মিয়া বাড়ি মধুপুর রায়মুড়া, এবং ম্যাক্স গাড়িতে থাকা যাত্রী আকাশ দেবনাথ বাড়ি শান্তিরবাজার। অন্যদিকে আহতদের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও সেখানে নিয়ে যাওয়ার পর আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা হাঁপানিয়া হাসপাতালে রেফার করা হয়।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service