জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বুধবার ফের শুরু করলেন তাঁর জনসুনবাই কর্মসূচি। প্রায় দুই সপ্তাহ আগে এই কর্মসূচির মঞ্চেই তাঁর উপর হামলার ঘটনার পর এবার নিরাপত্তা জোরদার করে মুখ্যমন্ত্রীর সিভিল লাইনস ক্যাম্প অফিসে আয়োজন করা হয় শুনানি।
বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া জনসুনবাইতে বিপুল সংখ্যক মানুষ হাজির হয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেন এবং মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান। পুরো এলাকা ছিল কড়া নিরাপত্তায় মোড়া। ক্যাম্প অফিসের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, বসানো হয় মেটাল ডিটেক্টর ও সিসিটিভি ক্যামেরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যও কঠোর নিয়ন্ত্রণ রাখা হয়। নিরাপত্তা কর্মীরা তাঁকে ঘিরে রাখেন এবং একটি টেবিলের ওপার থেকে সাধারণ মানুষ তাঁদের অভিযোগ পেশ করেন।
এদিনের কর্মসূচির ছবি এক্স-এ শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ জনসুনবাইতে রাজধানীর নানা প্রান্ত থেকে আসা নাগরিকদের সঙ্গে দেখা করেছি। তাঁদের সমস্যা ও পরামর্শ শুনেছি। জনগণের সঙ্গে এই সংলাপ আমাকে নতুন শক্তি দেয় এবং সেবার প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে তোলে। জনসুনবাই এক নতুন সেবার সংস্কৃতি। দিল্লি সরকারের অঙ্গীকার হলো জনসেবা সর্বাগ্রে রাখা এবং দ্রুত সমাধান দেওয়া।”
উল্লেখ্য, ২০ আগস্টের হামলার ঘটনার পর জনসুনवाई সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেদিন গুজরাটের রাজকোটের বাসিন্দা রাজেশভাই খিমজিভাই সাকরিয়া অভিযোগকারী সেজে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন। পরে দিল্লি পুলিশ সাকরিয়া ও আরও একজনকে গ্রেপ্তার করে।
Leave feedback about this