জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম আগরতলা থানায় বিক্ষোভ দেখালেন ধৃতদের পরিবারের লোকজন।পুলিস আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে কোন একটি মামলায় রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকার ঝুটন ও সুমন মিয়াকে রবিবার রাতে খোঁজে আসে পশ্চিম আগরতলা থানার পুলিস।
কিন্তু তারা সামাজিক একটি অনুষ্ঠানে অন্যত্র ছিল। স্বাভাবিক ভাবেই পুলিসের তরফে পরিবারের লোকজনকে বলা হয় সোমবার থানার এসে যোগাযোগ করতে। সেই মতো সোমবার ঝুটন মিয়া ও সুমন মিয়া পশ্চিম আগরতলা থানায় দেখা করতে এলে আটক করে। দুইজনকে এনসিসি থানায় পাঠিয়ে দেয়।
ঘটনা জানতে পেরে দুই যুবকের পরিবারের লোকজন পশ্চিম থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের অভিযোগ কোন কারণ না বলেই পুলিস নির্দোষ দুই যুবককে আটক করেছে। তাই এদের ছেড়ে দিতে হবে। বিনা কারণে কাউকে আটকে রাখা যায় না। বেশকিছু সময় দুই যুবকের পরিবার ও স্থানীয় কিছু লোক এসে বিক্ষোভ দেখায় থানা ঘেরাও করে।
Leave feedback about this