2025-08-31
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

দুই মাসের তদন্তে সফল পুলিশ, ফেরত পেলেন স্বর্ণ, মোবাইল ও বাইক মালিকেরা

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরার রাজধানী আগরতলা শহরের এনসিসি থানার অন্তর্গত এলাকায় গত দুই মাস ধরে ঘটে চলা একাধিক চুরির ঘটনায় অবশেষে স্বস্তির হাওয়া বইলো। দীর্ঘ তদন্ত ও তল্লাশির পর এনসিসি থানার পুলিশ উদ্ধার করতে সক্ষম হলো বেশ কিছু চুরি যাওয়া মূল্যবান সামগ্রী। রবিবার আনুষ্ঠানিকভাবে স্থানীয় থানায় আয়োজন করা হয় সামগ্রী ফেরত দেওয়ার অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে ভুক্তভোগীদের হাতে তাদের আসল মালিকানা সম্পদ তুলে দেয় পুলিশ প্রশাসন।

পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সংবাদমাধ্যমকে জানান, উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একাধিক স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, গ্যাস সিলিন্ডার, মোটরবাইক ও স্কুটি। তিনি বলেন, “নাগরিকদের সহযোগিতা ও পুলিশের নিরলস প্রচেষ্টার ফলেই এতগুলি চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অপরাধ রোধে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং তদন্তও এগিয়ে চলেছে। তবে এরই মধ্যে সামগ্রী ফেরত পাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, পুলিশের এই পদক্ষেপে তাঁদের আস্থা আরও দৃঢ় হলো। এক ভুক্তভোগী বলেন, “যা একবার হারিয়ে গিয়েছিল তা আর ফিরে পাবো ভাবিনি। কিন্তু পুলিশ আমাদের হাতে ফেরত দিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞ। ”এনসিসি থানার উদ্যোগে আয়োজিত এই কার্যক্রম শুধু উদ্ধার হওয়া সম্পত্তি ফেরত দেওয়াতেই সীমাবদ্ধ থাকেনি, বরং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার বন্ধন আরও সুদৃঢ় করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service