জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রীনগর থানা এলাকায় দুই নাবালিকা গণধর্ষণ কাণ্ডে পুলিশের জালে উঠেছে এখন পর্যন্ত ৭ জন। শনিবার রাতে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের রবিবার আদালতে তোলা হয়।
এর আগে দুই ধাপে ৪ জনকে গ্রেপ্তার করে শ্রীনগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন নাবালক ও ৪ জন যুবক।
শ্রীনগর থানার এক পুলিস আধিকারিক জানান, চলতি মাসের ১৩ তারিখ দুই নাবালিকাকে গণধর্ষণের মামলাটি থানায় লিখিত ভাবে জানানো হয়। এর পরেই পুলিশ ঘটনার তদন্তে নেমে তিন ধাপে ৭ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
Leave feedback about this