জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শীত আসতেই বিভিন্ন জায়গায় দুঃস্থ নাগরিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। পিছিয়ে নেই আগরতলা পুর নিগমের ১৮ নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত। বৃহস্পতিবার তিনি এলাকার দুঃস্থ নাগরিক ও পুর নিগমের সাফাই কর্মীদের মধ্যে কম্বল বিতরণ করেন। নিজ বাড়িতে এদিন সকালে সংক্ষিপ্ত আকারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শীতবস্ত্রগুলি তাদের হাতে তুলে দেন৷
৫০ জনেরও বেশি মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। শ্রী দত্ত বলেন, ওনার জেঠু প্রাক্তন বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেছেন। তিনিও সেই দিশাতেই এগিয়ে যেতে চান। আগামী দিনেও ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডের পরিকল্পনা রয়েছে বলে জানান শ্রী দত্ত।
Leave feedback about this