জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্যোগ মোকাবেলার নামে সরকারি কোষাগরের লক্ষ লক্ষ টাকার আদ্যশ্রাদ্ধ। ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয় দপ্তর। তার দৃষ্টান্ত আরও একবার স্থাপিত হলো তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকাতে। একই সঙ্গে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে মহকুমা প্রশাসন। একটা দুর্ঘটনা গ্রস্থ গাড়ির চালককে ৭ থেকে ৮ঘন্টায়ও বাঁচাতে পারেনি তারা, শত শত মানুষের সামনে সেই গাড়ির চালক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সোমবার রাত আড়াইটা নাগাদ চাকমাঘাট এলাকাতে জাতীয় সড়কের উপর ধর্মনগর থেকে আগরতলা গামী সিমেন্ট বোঝাই লরি দুর্ঘটনা গ্রস্ত হয়। দুর্ঘটনা গ্রস্থ হওয়ার পর গাড়ি থেকে বের হতে পারছিলেন না চালক। দুর্ঘটনায় ফলে গাড়ির সামনের অংশ চেপে গেলে চালক লরিতে আটকে পড়েন। এই অবস্থায় চালক মিহির লাল দেবনাথ বারবার কাতর ভাবে বাঁচার চেষ্টা করছিল।
বারবার আবেদন করে কোনভাবে তাকে গাড়ি থেকে বের করতে। কিন্তু দুঃখের বিষয়, দুর্ঘটনার প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন তাকে বাঁচাতে পারেনি। দুর্যোগ মোকাবেলা বিভাগ কিংবা দপ্তর অগ্নি নির্বাপক দপ্তররের লোকজন এসে রং তামাশা দেখিয়েছে। তাদের সঙ্গে মৃত্যু পথযাত্রী মিহির লাল দেবনাথ কে উদ্ধার করতে পারেনি। একটা ভালো আয়রন কাটার যন্ত্রও ছিলোনা। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন লরি চালক।
তেলিয়ামুড়ার ডিসিএম সাহেব দুর্ঘটনা ঘটার প্রায় সাত ঘণ্টা পর ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। তবে কাজের কাজ কিছুই হয়নি। দুর্ঘটনার পর অনেকক্ষন কথা বলেছিলো সে। এইভাবে প্রশাসনিক গাফিলতির কারণে দুর্ঘটনাগ্রস্থ এক গাড়ির চালকের করুন পরিণতি বলে দাবি বিভিন্ন মহলের।
Leave feedback about this