জনতার কলম আগরতলা প্রতিনিধি:-খুপীলং বাঁধ এলাকার জেলেদের বহু প্রতীক্ষিত দাবি অবশেষে পূরণ হলো। মাছ ধরার কাজে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হওয়া স্থানীয় জেলেদের জন্য পশ্চিম খুপিলং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সম্প্রতি একটি নতুন নৌকা সরবরাহ করা হয়েছে। গত এপ্রিল মাসেই পঞ্চায়েতের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ পরিষেবা বাস্তবায়িত হয়।
নৌকা প্রদান কর্মসূচির নেতৃত্ব দেন পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা দাস। দীর্ঘদিন ধরেই জেলেদের দাবি ছিল— জলাধারে নির্বিঘ্ন চলাচল, মাছ ধরার কাজ আরও দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং বিপদের সময় নিরাপদে সরে যাওয়ার জন্য একটি উপযোগী নৌকার ব্যবস্থা। অবশেষে পঞ্চায়েত সেই দাবি বাস্তবায়ন করায় আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় জেলে সমাজ।
নৌকা হাতে পেয়ে এক জেলে বলেন, “এই নৌকা আমাদের প্রতিদিনের কাজে অনেক সাহায্য করবে। বহু বছর ধরে দাবি জানিয়ে আসছি, এবার পঞ্চায়েত আমাদের কথা সত্যিই শুনেছে।”
পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা দাস জানান, “জেলে সমাজের নিরাপত্তা ও উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। খুপিলং বাঁধ এলাকার সার্বিক উন্নয়নের জন্য আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি সরকারের বিভিন্ন প্রকল্প যাতে জেলেদের কাছে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে পঞ্চায়েত সর্বদা সক্রিয় থাকবে।”
স্থানীয়দের মতে, পঞ্চায়েতের এই উদ্যোগে জেলেদের জীবিকা আরও সুরক্ষিত হবে এবং মাছ ধরার উৎপাদনশীলতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই পদক্ষেপে খুপিলং বাঁধ এলাকায় অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।


Leave feedback about this