2026-01-05
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার যুব কংগ্রেস নেতা মোঃ শাহজান ইসলাম

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- একাধিক মামলায় দীর্ঘ কয়েক মাস পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার হলেন কংগ্রেস নেতা মোঃ শাহজান ইসলাম। রাজধানীর উপকণ্ঠে জয়পুর এলাকা থেকে গতকাল তাঁকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য এবং আদালতে ভুয়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা রুজু রয়েছে।

ঘটনাটি নিয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানান এসডিপিও দেবপ্রসাদ রায়। তিনি বলেন, গত ৮ জুন ২০২৫ তারিখে আগরতলার শান্তিপাড়ায় একটি অনুষ্ঠানে শাহজান ইসলাম মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ও অবমাননাকর মন্তব্য করেন। সেই ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হলে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পর তাঁর বাবা ও ভাইকে গ্রেফতার করা হলেও সাহাজান ইসলাম আত্মগোপনে চলে যান।

এসডিপিও আরও জানান, পলাতক অবস্থায় থাকাকালীন শাহজান ইসলাম জেলা আদালতে একটি জামিন আবেদন দাখিল করেন। তবে তদন্তে উঠে আসে, ওই আবেদনে ব্যবহৃত স্বাক্ষরটি জাল। এর জেরে তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়। ফলে তাঁর বিরুদ্ধে মোট দুটি মামলা— কেস নম্বর ৬১/২০২৫ এবং কেস নম্বর ৯৯/২০২৫— নথিভুক্ত হয়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে জয়পুর এলাকা থেকে শাহজান ইসলামকে গ্রেফতার করে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service