জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমাপন দিবস উপলক্ষে বদদোয়ালী টাউন মন্ডল অফিসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।
এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে। যতদিন না পর্যন্ত দেশের অন্তিম ব্যক্তি সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে ততদিন পর্যন্ত উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল চাবিকাঠি হল ব্যাপক হারে সরকারি সুযোগ-সুবিধার বন্টন। মুখ্যমন্ত্রী এদিন বলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মার্গ দর্শনে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শন অনুসরণ করেন।
Leave feedback about this