2025-10-28
Ramnagar, Agartala,Tripura
দেশ

দিল্লি আইজিআই বিমানবন্দরের টার্মিনাল-৩-এ এয়ার ইন্ডিয়ার বাসে আগুন

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (IGI Airport) টার্মিনাল-৩-এ মঙ্গলবার দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বাসে হঠাৎ আগুন লেগে আতঙ্কের সৃষ্টি হয়। সূত্রের খবর, দুপুর প্রায় ১টা নাগাদ বাসটিতে আগুন লাগে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আইজিআই বিমানবন্দর পুলিশ, দমকল বিভাগ, সিআইএসএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা। তাঁদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

সৌভাগ্যের বিষয়, বাসটিতে সেই সময় কোনো যাত্রী বা মালপত্র ছিল না। কেবলমাত্র চালক উপস্থিত ছিলেন, যিনি সময়মতো নিরাপদে বাস থেকে বেরিয়ে আসেন। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে তৎক্ষণাৎ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে, টার্মিনালের আশেপাশে কিছুক্ষণের জন্য অফরাতফরির পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উড়ান পরিষেবার উপর কোনও প্রভাব পড়েনি।

এয়ার ইন্ডিয়া এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় কেউ আহত হননি এবং বড় ধরনের ক্ষতির খবরও মেলেনি।

দিল্লি বিমানবন্দরের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডল থেকেও ঘটনাটি নিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “একটি গ্রাউন্ড হ্যান্ডলারের পরিচালিত বাসে দুপুরে আগুন লাগে। আমাদের বিশেষ এয়ার রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (ARFF) টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয়। সেই সময় বাসটি সম্পূর্ণ ফাঁকা ছিল এবং কেউ আহত হননি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, সব উড়ান পরিষেবা স্বাভাবিকভাবে চলছে এবং যাত্রীদের চিন্তার কোনো কারণ নেই। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

অন্যদিকে, কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাসে শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে। তদন্ত সম্পূর্ণ হলে বিস্তারিত তথ্য জানা যাবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service