জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক দিব্যাঙ্গন যুবতীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো বিশালগড় মহিলা থানার পুলিশ। ধৃতকে বুধবার আদালতে পেশ করা হয়। দাবি উঠেছে তদন্ত ক্রমে দোষীর শাস্তির। সুশাসনের রাজ্যে মহিলা অপরাধ থেমে নেই। অভিযোগ মাঝে মধ্যেই ঘটছে যুবতী-মহিলাদের উপরে নির্যাতন। এবার উৎসবের মরশুমে দিব্যাঙ্গন যুবতীকে ধর্ষণ করার অভিযোগ উঠে।
জানা গেছে বিশালগড় থানা এলাকায় ১৪ অক্টোবর এক দিব্যঙ্গন যুবতীকে ধর্ষণ করে বিক্রম বিশ্বাস নামে যুবক। পরের দিন মঙ্গলবার অভিযুক্ত বিক্রম বিশ্বাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিশালগড় মহিলা থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিশালগড় মহিলা থানার পুলিশ যথারীতি নির্দিষ্ট ধারায় একটি মামলা নথিভুক্ত করে অভিযুক্ত বিক্রম বিশ্বাসকে গ্রেফতার করে। অন্যদিকে বিশালগড় মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানান, ধর্ষিতা যুবতী মেয়েটিকে হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে এলে রক্তক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা রেফার করা হয়।
Leave feedback about this