জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিন দুপুরে ছুরিকাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। গলা সহ শরীরের প্রায় সাতটি স্থানে ছুরিকাঘাত করেছে বিশ্বজিৎ দেবনাথ নামে এক জেরক্স দোকানের মালিককে। ঘটনা মেলাঘরের স্কুল চৌমুহনী এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় জিবিতে আনার পথে বিশ্রামগঞ্জে গাড়িতেই মৃত্যু হয় বিশ্বজিৎ দেবনাথের। স্থানীয় মানুষ ঘটনাকারী দশম শ্রেণীর এক ছাত্রকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জানা যায় কলম ক্ষেত এলাকার তাপস দেবের নাবালক ছেলে এই ঘটনা সংঘটিত করেছে। এদিকে এই ঘটনার পরই রাস্তা অবরোধে বসে পড়েছে স্থানীয় জনতা। ঘটনাস্থলে ছুটে এসেছে নব নির্বাচিত বিধায়ক বিন্দু দেবনাথ।উত্তেজিত জনতা বিধায়কের কথাও মানতে নারাজ। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও টিএসআর বাহিনী। এলাকায় বিরাজ করছে একটা থমথমে পরিবেশ।
Leave feedback about this