2025-04-10
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

দায়িত্ব নিন, নয়তো অবসর নিন কড়া বার্তা খাড়গের

জনতার কলম ওয়েবডেস্ক :- দায়িত্ব নিন, নয়তো অবসর নিন’, কংগ্রেসের সংগঠন ঢেলে সাজাতে কড়া বার্তা খাড়গের। কথা ছিল ২০২৫ সালে বুথ স্তর থেকে ঢেলে সাজানো হবে কংগ্রেসের সংগঠন। কোন পথে সেই কাজ করা উচিত, নিচুতলার নেতৃত্বের জন্য সেই পথ বাতলে দিল কংগ্রেস হাইকমান্ড। যেখানে স্পষ্ট বার্তা দেওয়া হল যে, ঠান্ডা ঘরে বসে, বাবুয়ানা দেখিয়ে কংগ্রেস করা যাবে না। হয় দায়িত্ব নিতে হবে, নাহলে অবসর নিতে হবে।

একইসঙ্গে বলা হল, দু’ নৌকায় পা দিয়ে চলা যাবে না। নির্বাচনী ও সাংগঠনিক-দুই ক্ষেত্রেই সামনে আনতে হবে কট্টর কংগ্রেসীদের। আহমেদাবাদের অধিবেশন থেকে সংগঠনের খোলনলচে বদলে দলকে শক্তিশালী করতে এই বার্তাগুলিই দিল কংগ্রেস হাইকমান্ড। ২০২৫ সাল কংগ্রেস সভাপতি হিসাবে মহাত্মা গান্ধীর দায়িত্ব নেওয়ার শততম বর্ষ। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম সার্ধশতবর্ষ।

তাই ২০২৫-কে স্মরণীয় করে রাখতে এই বছরে সংগঠন জোরদার করার বছর হিসাবে আগেই চিহ্নিত করেছে কংগ্রেস। কোন পথে তা করা সম্ভব, আমেদাবাদের ৮৬তম অধিবেশন থেকে সেই দিশা স্পষ্ট করে দিলেন খাড়গে-রাহুলরা। খাড়গে বলেন, “যারা দলের কাজ করতে ইচ্ছুক নন, তারা বিশ্রাম নিন। আর যারা তাদের দায়িত্ব পালন করতে তৈরি নন, তারা অবসর নিয়ে নিন।”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কর্মীদের উৎসাহিত করে বলেন, “হাল ছাড়বেন না। লড়াই চালিয়ে যান। সাম্প্রদায়িক, বিভাজনমূলক মতাদর্শের বিজেপি-আরএসএসের কী হাল করি, দেখে নেবেন।” ওয়াকফ বিলকে অসাংবিধানিক হিসাবে উল্লেখ করে খ্রিস্টান, শিখ সম্প্রদায়কে সতর্ক করে দিলেন রাহুল। বললেন, “ইতিমধ্যেই ওদের মুখপত্রে লেখা হয়েছে এবার টার্গেট চার্চের সম্পত্তি। একে একে সব সংখ্যালঘু সম্প্রদায়ের উপরই এভাবে আঘাত হানবে বিজেপি ও আরএসএস।”

সংগঠন শক্তিশালী করতে এই বিষয়কে হাতিয়ার করে বিভিন্ন সংখ্যালঘু মানুষের কাছে পৌঁছনোর ইঙ্গিতও দিয়ে রাখলেন রাহুল। যেটা সরাসরি বললেন না, সেই কথা মনে করিয়ে দিলেন লোকসভার উপনেতা গৌরব গগৈ। বললেন, “রাহুলজি আগেই বলেছেন যারা দু’ নৌকায় পা দিয়ে চলেন, তাদের চিহ্নিত করতে হবে। যারা পুলিশের লাঠি খেয়ে, অন্যান্য অত্যাচার সহ্য করেও কংগ্রেসে আছেন, সেই কট্টর কংগ্রেসীদেরইশুধু ভোটের ময়দানে আনতে হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service