জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরো এক দাগি চোরকে আটক করতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। ধৃতের নাম সোহেল মিয়া। বৃহস্পতিবার রাজধানীর মাহারাজগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ২৫ মার্চ রাজধানীর চিত্তরঞ্জন রোড এলাকায় গৌতম দাস নামে এক ব্যক্তির বাড়িতে চুরিকান্ড ঘটে। এই মামলার তদন্তে নেমে পুলিশ দাগিক হয় সোহেলকে আটক করে।
শুক্রবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে আগেও বিভিন্ন চুরির মামলা রয়েছে। পুলিশ সোহেলকে জিগ্গাসাবাদ করে এই চোর চক্রের সঙ্গে আর কারা তাদের নাম জানার চেষ্টা করছে। ইতিমধ্যে কয়েকজনের নাম বের হয়ে এসেছে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ্যে আস্তে চাইছে না।
ধৃত যুবকের একটি সোনার চেইন ও এক জোড়া কানের দুল পাওয়া যায়। আরো কিছু চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের বাকি রয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টি বিস্তারিত তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়। উল্লেখ্য কিছু কিছু ক্ষেত্রে চোরের দল পুলিশের জালে ধরা পড়লেও চুরি ছিনতাই এর ঘটনায় কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছে না।
Leave feedback about this