জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮ আগস্ট ত্রি-স্তর পঞ্চায়েতের ভোট গ্রহণ। যেসব আসনে ভোট হবে সেই এলাকা গুলিতে চলছে প্রচার। দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকেই ভোট প্রচারে বের হয়ে যাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গণদেবতাদের কাছে যাওয়ার পাশাপাশি ছোট ছোট সভাও করছেন প্রার্থীরা। তবে বিভিন্ন জায়গায় প্রচারে এগিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা।
পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ১৭ নং আসন থেকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম দাস। প্রতিদিন বাড়ি বাড়ি ভোট প্রচারে যাচ্ছেন তিনি। শনিবারও এই ছবি ধরা পড়লো।প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। তিনি বলেন, মানুষ বিরোধীদের জামানত জব্দ করে দিয়ে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করাবেন।
Leave feedback about this