2024-12-15
agartala,tripura
নির্বাচন রাজ্য

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন তারিখ রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে দিল। আগামী ৮ আগস্ট ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী সাংবাদিক সম্মেলনে তারিখ ঘোষণা করেন। বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গে আগামী ১১ জুলাই থেকে ১৮ জুলাই মনোনয়ন পত্র জমা দেওয়ার তারিখ ঘোষিত হয়েছে।

মনোনয়ন পত্র পরীক্ষা হবে ১৯ জুলাই। মনোনয়ন পত্র প্রত্যাহার করার তারিখ নির্ধারিত হয়েছে ২২ জুলাই। ১২ আগস্ট ত্রিস্তর গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হবে।সমস্ত প্রক্রিয়া শেষ হবে ১৭ আগস্ট। শরদিন্দু চৌধুরী বলেন ৬০৬ টি গ্রাম পঞ্চায়েতের ৩৫১৭ কেন্দ্রের ৬৩৭০ আসনে,৩৫ পঞ্চয়েত সমিতির ৪২৩ কেন্দ্রের ৪২৩ আসন,৮ জেলা পরিষদের ১১৬ কেন্দ্রের ১১৬ আসনের নির্বাচন হবে ২৬৫০ পোলিং স্টেশনে। এই ভোটে ১২ লাখ ৯৪ হাজার ১৫৩ জন ভোটার ভোট দেবেন। আগামী ৪ঠা আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েতের মেয়াদ শেষ হবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service