2025-03-25
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ত্রিস্তর পঞ্চায়েত এবং পিআরআই সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধি করবে সরকার: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিস্তর পঞ্চায়েত এবং পিআরআই সদস্যদের মাসিক ভাতা বৃদ্ধি করবে সরকার, বিধানসভায় বিধায়ক দীপক মজুমদারের আনা এক প্রশ্নের উত্তরে বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্টদের সাম্মানিক ভাতা বৃদ্ধি যুক্তিকতা এদিন তুলে ধরেন বিধায়ক দীপক মজুমদার।মন্ত্রী, বিধায়ককদের পর এবার জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাপতি, পঞ্চায়েত সমিতির চাইরপার্সন ভাইস চায়ের পার্সন প্রমুখদের সাম্মানিক ভাতা বৃদ্ধি হতে চলেছে।

সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বিধায়ক এবং বিধায়ক রাম গদ জমাতিয়ার এক তারকা খচিত প্রশ্নের উত্তরে এই সংবাদ জানিয়েছেন গ্রাম উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী জানান, জেলা পরিষদের সভাধিপতি, সহ-সভাপতি ছাড়াও পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সাম্মানিক ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের।

বাড়ানো হবে মেম্বারদের ভাতাও। অপর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ত্রিস্তর পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত সদস্য সদস্যাদের ভাতা দেওয়ার পরিকল্পনাও রাজ্য সরকারে রয়েছে। কবে নাগাদ এই ভাতা বৃদ্ধি করা হবে বা দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, গোটা বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে ২০১৯ সাল থেকে সরকারি সিদ্ধান্তঅনুসারে জেলা পরিষদের সভাধিপতিগণ মাসে ১৫০০০ টাকা করে সাম্মানিক ভাতা পাচ্ছেন।

সহ-সভাধিপতিগণ পাচ্ছেন মাসে ৫হাজার টাকা করে সম্মানিত ভাতা। পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা মাসে ১০ হাজার টাকা করে এবং ভাইস চেয়ারম্যানরা মাসের ৭হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে পঞ্চায়েত প্রধান এবং ভিলেজ কমিটির চেয়ারম্যানরা মাসে পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service