2024-12-15
agartala,tripura
খেলা

ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে আন্ত প্লে সেন্টার গুলিকে নিয়ে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উমাকান্ত মাঠে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে আন্ত প্লে সেন্টার গুলিকে নিয়ে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতা হয়। বুধবার প্রতিযোগিতার উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ। উপস্থিত ছিলেন আন্তঃ প্লে সেন্টার প্রতিযোগিতার কনভেনার বিমান দেব সহ অন্যান্যরা। প্রতিযোগিতায় প্রচুর প্রতিযোগী দুই বিভাগে অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান গৌতম চন্দ বলেন বর্তমান সরকার চাইছে খেলাধুলাকে গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়ার জন্য। তাই বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বহু বছর পর আন্তঃ প্লে সেন্টার গুলিকে নিয়ে ভলিবল ও হ্যান্ডবল প্রতিযোগিতার করা হয়েছে নতুন নতুন খেলোয়াড় তুলে আনার জন্য।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service