জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী অহিল্যাবাই হোলকরের জীবনীর উপর এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে আলোচনাচক্রের উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা এবং বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত।
উদ্বোধকের বক্তব্যে ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, অহিল্যাবাই হোলকরের মতো বীরাঙ্গনাদের জীবনশৈলী অনুসরণ করে আমাদের সমাজ ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। নারীরা যে কোনোভাবেই দুর্বল নন, তা স্বাধীনতা আন্দোলনে অনেক নারীই তাদের জীবন দিয়ে দেখিয়ে গেছেন। এই নারীদের জীবন গাঁথা আজও আমাদের অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী পাপিয়া দত্ত বলেন, অহিল্যাবাই হোলকরের মতো বীরাঙ্গনাদের জীবন কাহিনী সম্পর্কে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের আরও বেশি করে জানতে হবে। বর্তমান কেন্দ্রীয় সরকার ইতিহাসের বীরাঙ্গনা নারীদের গৌরব গাঁথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরার বিশেষ উদ্যোগ নিয়েছে।
পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক মেঘা জৈন অহিল্যাবাই হোলকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই বীরাঙ্গনাদের জীবন চর্চার মধ্য দিয়ে দেশপ্রেমের বোধ আরও বেশি করে জাগাতে হবে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাজীব চ্যাটার্জি।
স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা মহিলা কমিশনের সদস্য সচিব মাধব পাল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের ভাইস চেয়ারপার্সন মধুমিতা চৌধুরী, সদস্য রত্না কর, অনিতা দাস, নমিতা দেববর্মা প্রমুখ। অহিল্যাবাই হোলকরের প্রতিকৃতিতে অতিথিগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
Leave feedback about this