জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করার জন্য কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্টের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান রাখলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কংগ্রেস ভবনে হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্টের সভা।
এতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও সংগঠনের নবনিযুক্ত রাজ্য সভাপতি রাকেশ দাস, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ, সদর জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যরা। বৈঠক নিয়ে বলতে গিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, তিন মাস আগে কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্টের রাজ্য সভাপতি হিসেবে রাকেশ দাসকে নিযুক্তি দেওয়া হয়।
তিনি জানান শনিবার ফিসারম্যান কংগ্রেসের রাজ্য কমিটির পুনঃগঠন করা হয়।দলের বিভিন্ন শাখা সংগঠন, সেলের সহযোগিতা নিয়ে প্রদেশ কংগ্রেস নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, দুটি লোকসভা ও একটি উপভোটে নিরলসভাবে কাজ করে যাবে প্রদেশ কংগ্রেস ফিসারম্যান ডিপার্টমেন্ট।
Leave feedback about this