2025-08-19
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে মহারাজার ১১৭ তম জন্ম জয়ন্তী পালন

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রদেশ বিজেপি কার‍্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি সুবল ভৌমিক, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব।

এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুবল ভৌমিক রাজন্য স্মৃতি বিজড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জানজাতিদের মধ্যে দেশপ্রেমের প্রশংসা করেন। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এদিন বিজেপির উদ্যোগে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্ম জয়ন্তী পালন করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service