2024-12-15
agartala,tripura
রাজ্য

ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোগে “স্বচ্ছতা হি সেবা”- স্বচ্ছ ভারত অভিযানের থিমে একটি “ওয়াকথন” আয়োজন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যজুড়ে চলছে স্বচ্ছতা-ই সেবা কর্মসূচী। সরকারি- বেসরকারি ভাবে চলছে স্বচ্ছ ভারত অভিযান। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের উদ্যোগে “স্বচ্ছতা হি সেবা”- স্বচ্ছ ভারত অভিযানের থিমে একটি “ওয়াকথন” আয়োজন করা হয়। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই ওয়াকথন”।

রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের ব্যাঙ্কের প্রধান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র নাথ সহ অন্যান্য আধিকারিকরা। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র নাথ জানান ভারত সরকারের নির্দেশ মতো “স্বচ্ছতা হি সেবা” কর্মসূচির অঙ্গ হিসাবে ওয়াকথন। এদিনের কর্মসূচীতে ব্যাঙ্কের কর্মচারীরা ব্যাপক সংখ্যায় অংশ নেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service