জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে গন অবস্থানের আয়োজন করা হয়। শনিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনী এলাকায় গণবস্থান আন্দোলনে বসেন অনিয়মিত কর্মচারীরা। সমকাজে সমবেতন প্রদান সহ একাধিক দাবিতে তিন ঘন্টা চলে তাদের এই আন্দোলন।
গণঅবস্থানে আন্দোলন থেকে তারা হুঁশিয়ারি দেন অতিসত্বর এই দাবিগুলো পূরণ না হলে বৃহত্তর বৃহত্তর আন্দোলনে যাবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। এদিন বরিষ্ট আইনজীবি পুরুষত্তম রায়বর্মণ বলেন, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ দাবি ন্যায্য। সরকার তাদের প্রতি অন্যায় অবহেলা করছে।
তাদের দাবি গুলি হলো নিয়মিতকরন সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে, আংশিক সময়ের কর্মচারীদের পূর্ণ সময়ের অনিয়মিত কর্মচারী হিসাবে স্বীকৃতি প্রদান করতে হবে, অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ শেষেনিয়মিতকরনের স্কীম চালু করা। এই দাবি গুলির পক্ষে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের নেতৃত্ব বক্তব্য রাখেন।
Leave feedback about this