জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হলো। রাজ্যভিত্তিক কনভেনশন থেকে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করন এবং নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদানের দাবিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হয়। সংগঠনের আহবায়ক আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন এই সংবাদ জানিয়েছেন।
অবশেষে অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হলো রাজ্যের বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীরা ।রবিবার রাজধানীর আইএমএ হাউজে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে এক কনভেনশনের আয়োজন করা হয় ।ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ এই রাজ্যভিত্তিক কনভেনশনের উদ্যোগ গ্রহণ করে। কনভেনশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের আবহায়ক তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সহ অন্যান্যরা ।এদিন এই কনভেনশন প্রসঙ্গে আহবায়ক তথা আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, গত সাত বছর ধরে রাজ্যের অনিয়মিত কর্মচারীদের হয়ে কথা বলার কেউ নেই ।অথচ বিভিন্ন দপ্তরের প্রায় ৩০ হাজার অনিয়মিত কর্মচারী মুখ বুজে প্রতিদিন গুরুত্বপূর্ণ দায়-দায়িত্ব পালন করে চলেছেন ।বিনিময়ে সামান্য কিছু মজুরি পেয়ে অমানুষিক জীবন যাপন করছেন অনিমিত কর্মচারীরা। তার অভিযোগ ,বর্তমান রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের প্রতি নিষ্ঠুর ।এর অবসান হওয়া চাই। অনিয়মিত কর্মচারীদের মর্যাদা ও প্রাপ্য অধিকার চাই। এই লক্ষ্যেই এই সংগঠন এই কনভেনশন এবং এই লড়াই বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন।
প্রসঙ্গত উল্লেখ্য যে গত চার ডিসেম্বর আই এম এ হাউজেই রাজ্যের অনিয়মিত কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করেন ।এই বৈঠক থেকেই রবিবারের রাজ্যভিত্তিক কনভেনশনের আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয় ।এদিন এই কনভেনশনে কেন্দ্র করে বিভিন্ন দপ্তরের অনিয়মিত কর্মচারীরা যোগদান করেন। কনভেনশন থেকে অবিলম্বে নিয়মিতকরণের দাবিতে আগামী জানুয়ারি মাস থেকে রাজ্য ব্যাপী আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Leave feedback about this