2024-12-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

ত্রিপুরার রূপকার ছিলেন বীর বিক্রম কিশোর মানিক্য : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মর মূর্তির আবরণ উন্মোচন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । প্রসঙ্গত মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ২০১৫ সালে । এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন গৌতম কুমার বসু । ২০১৫ সালে মূলত মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের সূচনা হলেও মহারাজাকে তেমনভাবে মূল্যায়ন করা হয়নি । যার ফলে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় নিয়ে প্রথম থেকেই একটা শ্রেণীর মানুষের অনীহা ছিল । মহারাজকে সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে একমাত্র সরকার পরিবর্তনের পর থেকে । মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার । তার জন্য মহারাজাকে অনেকেই ত্রিপুরার রূপকার হিসেবেই সবচেয়ে বেশি চেনে । এমবিবি বিমানবন্দর থেকে শুরু করে এই সময়ে যতগুলি কর্ম সম্পাদন হয়েছে সবগুলিতেই মহারাজের অবদান অপরিসীম । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তাএন সি শর্মা, এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service