2025-03-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ত্রিপুরার ভবিষ্যৎ রূপান্তরের জন্য আম্বানি গ্রুপ রাজ্যে শিল্প স্থাপন করবে: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে শিল্পায়নে আগ্রহ দেখালেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। রাজ্য সরকারও রাজ্যের মধ্যে শিল্প স্থাপন করার জন্য শিল্পপতিদের আমন্ত্রণ জানিয়ে আসছে। তার ফলসরূপ শনিবার রাজ্যে আসলো মুকেশ আম্বানি গ্রুপের এক প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগেই মুম্বাইয়ের গিয়ে রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির সাথে দেখা করেছিলেন।

তাকে রাজ্যে আসার আমন্ত্রণ জানিয়ে বিকশিত ত্রিপুরার সাথে যুক্ত হওয়ার আহ্বান রেখেছিলেন। মুকেশ আম্বানির পরামর্শ অনুযায়ী, রিলায়েন্স জিও-র নর্থ ইস্টার্ন জোনের বিজনেস হেড’র নেতৃত্বে একদল কর্মকর্তা রাজ্যে এসে আইটি এবং আইটি-সক্ষম সেবা, ডেটা সেন্টার, প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, সার উৎপাদন, পেট্রোলিয়াম, বাঁশ থেকে এথানল উৎপাদন, রাবার কাঠের আসবাবপত্র, কৃষি-খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন খাতে বিনিয়োগের সুযোগগুলি নিয়ে আলোচনা করেন।

বিশেষভাবে আইটি ক্ষেত্রের প্রতি তাদের আগ্রহ অত্যন্ত বেশি। খোদ মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এসব কিছু জানিয়েছেন। আম্বানি গ্রুপ রাজ্যে শিল্প স্থাপন করবে এটাই প্রত্যাশা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service