2024-12-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ত্রিপুরার বিজেপি জিবন্ত লাশ, কাজে ও কথায় মিল নেই বিজেপির : পাতাল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিল্লি থেকে ফিরে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে বিস্ফোরক অভিযোগ করলেন নেত্রী পাতাল কন্যা জমাতিয়া। এমবিবি বিমানবন্দর চত্বরে দাড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন। তিনি বলেন ত্রিপুরা বিজেপিকে বাংলাদেশী বিজেপিতে পরিণত করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে অবগত করা হয়েছে।

উনাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। কিন্তু অফিসিয়ালি উনাকে বহিষ্কার পত্র দেওয়া হয়নি। তাই তিনি অফিসিয়ালি বহিষ্কার পত্রের দাবি জানান। তিনি মন্তব্য করেন ত্রিপুরা বিজেপির হিম্মত নেই উনাকে বহিষ্কার পত্র দেওয়ার।

তিনি এইদিন প্রশ্ন তোলেন যারা ভারত বিকাশের স্বপ্ন দেখায়, তারা উনার বাড়িতে কিংবা অফিসে বহিষ্কার পত্র পৌঁছানোর জন্য কোন বুলেট ট্রেনের প্রয়োজন। তাই তিনি দিল্লি গিয়ে বহিষ্কার পত্রের দাবি জানিয়েছেন। ওনাকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে বলে যে নাটক করা হচ্ছে তা তিনি মেনে নেবেন না। ত্রিপুরার বিজেপি জিবন্ত লাশ।

ত্রিপুরা বিজেপি অফিসিয়ালি বহিষ্কার পত্র দিতে পারছে না, আবার ক্ষমাও চাইতে পারছে না। পাতাল কন্যা জমাতিয়া নাম না করে প্রদ্যোত কিশোর দেববর্মণেরও সমালোচনা করেন। দাবি জানান প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ও সভাপতিকে দল থেকে বহিষ্কার করার । তিনি এইদিন আরও অভিযোগ করেন ত্রিপুরা বিজেপি মুখে বলে এক কথা, আর কাজ করে অন্যরকম। কাজে ও কথায় মিল নেই বিজেপির।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service