জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের গাড়ি পথ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত। ঘটনাটি ঘটে সোমবার। জানা গেছে চলতি সংসদ অধিবেশনে এদিন যোগ দিতে যান সাংসদ বিপ্লব কুমার দেব। সাংসদ বিপ্লব কুমার দেবকে সংসদে নামিয়ে দিয়ে গাড়িটি ফিরে যাওয়ার সময় ঘটে বিপত্তি।
অপর গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সাংসদ বিপ্লব কুমার দেবের গাড়ির। এতে বিপ্লব কুমার দেবের গাড়ির অনেক ক্ষতি হয়। সাংসদ তখন গাড়িতে না থাকায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান।দুর্ঘটনার বিষয়টি মামলা দায়ের করা হয়েছে বলে খবর মিলেছে।
Leave feedback about this