জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্যের পরিকাঠামোগত উন্নয়নে প্রকৌশলীদের গুরুত্বের উপর জোর দিয়ে শনিবার আগরতলার নেতাজি চৌমুহনীস্থ পূর্ত দপ্তরের কনফারেন্সে বক্তব্য রাখলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টারের ১৯তম বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী বলেন, “রাজ্যের পরিকল্পিত প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন প্রকৌশলীদের কর্মদক্ষতা ও নিষ্ঠার উপর নির্ভরশীল। তাঁদের সক্রিয় ভূমিকার মাধ্যমেই সরকার উন্নয়নমূলক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করতে পারবে।”
মন্ত্রী আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও প্রকৌশলীরা সরকারের সঙ্গে একযোগে কাজ করে ত্রিপুরাকে অগ্রগতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তিনি বলেন, “সরকার তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে এবং উন্নয়নের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা অব্যাহত থাকবে।”
এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস ত্রিপুরা সেন্টার, সহযোগী হিসেবে যুক্ত ছিলেন রাজ্য সরকারের পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর ও নগরোন্নয়ন দপ্তর।
Leave feedback about this