2025-10-14
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

“ত্রিপুরার ইতিহাস বিকৃতির চেষ্টা উদ্বেগজনক” — মন্তব্য ‘আমরা বাঙালি’ সংগঠনের সচিব গৌরাঙ্গ রুদ্রপালের

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রিয়াং জনগোষ্ঠীর ৩৩তম ‘হজগিরি’ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার ঐতিহাসিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার বগাফা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরার জনজাতি গোষ্ঠীর মধ্যে রিয়াংরা দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী, যারা বহু আগে বর্তমান বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে এই রাজ্যে এসেছে।”

এই বক্তব্যের পর থেকেই রাজ্যের একাংশ উপজাতি সমাজ, বিশেষত রিয়াং সম্প্রদায়ের কিছু সংগঠন ‘গো ব্যাক বাংলাদেশি’ স্লোগান তুলে প্রতিবাদ শুরু করেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন ‘আমরা বাঙালি’।

আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ চন্দ্র রুদ্রপাল বলেন, “মুখ্যমন্ত্রীর সত্য ভাষণ বিকৃত করে কিছু মহল রাজ্যের জনজাতি ও বাঙালি সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে। এটা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা।”

তিনি আরও বলেন, “ত্রিপুরার ইতিহাসে রিয়াং, চাকমা, মগ, গাড়ো সহ বহু উপজাতি সম্প্রদায় বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়ি এলাকা বা মায়ানমারের শান প্রদেশ থেকে এই অঞ্চলে এসেছেন। অন্যদিকে বাঙালিরা বরাবরই পার্বত্য ত্রিপুরার সমতল অঞ্চলের স্থায়ী বাসিন্দা ছিলেন। দেশভাগ ও ত্রিপুরার ভারতভুক্তির পরবর্তী সময়ের রাজনৈতিক অবস্থার কারণেই বহু মানুষ তাঁদের জীবন ও সম্পদ বাঁচাতে ত্রিপুরায় আশ্রয় নেন।”

গৌরাঙ্গ রুদ্রপাল ইতিহাস তুলে ধরে জানান, “১৯৩১ সালের জনগণনা অনুসারে তৎকালীন পার্বত্য ত্রিপুরায় ১,৮৪,১১৭ জন উপজাতি ও ১,৭৪,৩৩৩ জন বাঙালি ছিলেন। অর্থাৎ, ত্রিপুরায় বাঙালির উপস্থিতি তখনই উল্লেখযোগ্য ছিল। তাই এখন বাঙালিদের উপর ‘বহিরাগত’ তকমা চাপানোর চেষ্টা সম্পূর্ণ অন্যায় ও ইতিহাসবিরোধী।”

তিনি অভিযোগ করেন, “রাজ্যের রাজনৈতিক দলগুলি — বিজেপি, সিপিএম, কংগ্রেস — উপজাতি ভোট হারানোর আশঙ্কায় এই ইস্যুতে নীরবতা পালন করছে। এটি সরাসরি তোষণনীতি, যা রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহাসিক সত্যকে ক্ষুণ্ণ করছে।”

‘আমরা বাঙালি’ সংগঠনের পক্ষ থেকে রাজ্যবাসীর উদ্দেশে আহ্বান জানানো হয়েছে — ইতিহাস বিকৃতি বা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলার জন্য।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service