2024-12-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ত্রিপুরায় সাম্প্রদায়িক সুরসুড়ি দিয়ে আর রাজনীতি করা যাবে না : রাজীব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮ আগস্ট ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। মঙ্গলবার শেষ হবে সরব প্রচার। পঞ্চায়েত ভোটের দিন কিভাবে কার্যকর্তারা কাজ করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা করতে সাংগঠনিক বৈঠক হয় কদমতলায়। সোমবার ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতির উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক করেন উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায়। এদিন কদমতলা চন্দ্রকলা টাঊন হলে হয় সাংগঠনিক বৈঠক।

বৈঠকে কদমতলা ব্লকের অধীন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জিলা পরিষদের প্রার্থী, মণ্ডল, বিভিন্ন মোর্চার নেতৃত্ব অংশ নেন। আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, ২৫ বছর ক্ষমতায় ছিল ত্রিপুরায় সিপিএম। এরা রাজ্যে মুসলিমদের জন্য কোন কাজ করেনি। ত্রিপুরায় সাম্প্রদায়িক সুরসুড়ি দিয়ে আর রাজনীতি করা যাবে না। ধর্মকে জড়িয়ে রাজনীতি করা মানুষ পছন্দ করে না।

সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সংখ্যালঘু মোরচার সভাপতি বিল্লাল মিয়া, উত্তর জেলার সভাপতি,মন্ডল সভাপতি রাজা ধর, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ অন্যরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service