জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সোনামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বৃহৎ মাপের মাদকবিরোধী অভিযান চালানো হয়। সকাল ৮টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে ধানপুর, ইন্দুরিয়া, কচ্ছখালা ও ধানমুড়া এলাকার বনভূমিতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
অভিযান চলাকালীন বনভূমির প্রায় ২০০ একর এলাকাজুড়ে অবৈধভাবে চাষ করা আনুমানিক ৬ লক্ষ গাঁজা গাছ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার ও ধ্বংস করা গাঁজা গাছগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ কোটি টাকা বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই অবৈধ চাষ ৬৫ নম্বর প্লটের বনভূমিতে পরিচালিত হচ্ছিল।
যৌথভাবে পরিচালিত এই অভিযানে অংশ নেয় সোনামুড়া, মেলাঘর ও কলমচৌড়া থানার পুলিশ, ৮১ নম্বর ব্যাটালিয়ন বিএসএফ, ৯ম, ১১তম ও ১৪তম ব্যাটালিয়ন টিএসআর, সোনামুড়া মহকুমা বন দপ্তর, ডিসিএম সোনামুড়া, আগরতলা আসাম রাইফেলস সহ বিভিন্ন সহযোগী নিরাপত্তা ও প্রশাসনিক সংস্থা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বনভূমিতে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে আগামী দিনেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


Leave feedback about this