জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সোমবার নতুন দিগন্ত খুলতে যাচ্ছে। ত্রিপুরায় প্রথম কিডনি প্রতিস্থাপন হতে যাচ্ছেl। রাজ্যের রেফারেল হাসপাতালে প্রথমবারের মতো হচ্ছে কিডনি প্রতিস্থাপন । এবিবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা জিবি হাসাতালে যান। সোমবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে হবে কিডনি প্রতিস্থাপন।
মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রবিবার সন্ধ্যায় জিবি হাসপাতাল যান যেখানে প্রথমবারের মতো কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা রয়েছে৷ কিডনি দাতা একজন মহিলা এবং প্রাপক হলেন এক জন যুবক।
তার নাম শুভম। ছেলেটির মাই কিডনি দিচ্ছে। তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেন। বিভিন্ন বিষয়ে কথা হয়েছে চিকিৎসক সহ চিকিৎসা কর্মীদের সঙ্গে। সাথে কথা বলেন। আনুমানিক ৫ ঘণ্টা সময় লাগবে কিডনি প্রতিস্থাপনে। সবাইকে তার শুভেচ্ছা জানিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী। রোগীকে দিয়েছেন অভয়।
Leave feedback about this