2024-12-14
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ত্রিপুরায় ছাপ্পা ভোটে শাসক দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে, মানুষ তাঁদের মেনে নিচ্ছেন না : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুক্রবার সিপিআইএম যোগেন্দ্রনগর অঞ্চল কার্যালয়ে ডি ওয়াই এফ আই ডুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে শহীদ অজিত রায় চৌধুরীর শহিদান দিবস উপলক্ষ্যে স্মরণসভা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন শহীদ অজিত রায় চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বর্তমান শাসক দলকে এক হাত নিয়ে বলেন শাসক দল বিজেপির প্রধান ও উপপ্রধান পদে ঘোষিত প্রার্থীরা দূর্নীতিতে নিমজ্জিত। তাই সাধারণ মানুষ তাঁদের মেনে নিচ্ছেন না। ফলে, পঞ্চায়েত গঠন নিয়ে রাজ্যে বর্তমানে দাবানলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তাছাড়া তিনি এদিনের কর্মসূচী প্রসঙ্গে জানান ১৯৮৯ সালের ৩০-শে আগস্ট ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন ডঃ অজিত রায় চৌধুরী। পঞ্চায়েত রক্ষার্থে নিজে আত্মবলিদান দিয়েছেন বলে, তাই উনার এই আত্ম বলিদান কে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর আজকের এই দিনটিকে শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়।

পাশাপাশি তিনি এদিন আরও বলেন যে ত্রিপুরা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর একটি নির্বাচনও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি। জনগণের অধিকার হরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সর্বমোট ৭০% আসন জবরদখল করেছে এবং ছাপ্পা ভোটে শাসক দলের মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছে। ছাপ্পা ভোটে বিজয়ীদের শপথ গ্রহণ বাতিল করছে জনতা। তাই জনগন শাসক দলের প্রধান ও উপপ্রধান পদে ঘোষিত প্রার্থীদের মেনে নিতে পারছেন না।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service