জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মাত্র ৪৩ দিনের এক নবজাতকের ওপর সফল অস্ত্রোপচার করে সৃষ্টি হলো এক বিরল দৃষ্টান্ত। আমবাসার বাসিন্দা উন্নত কুমার জামাতিয়া ও তাঁর স্ত্রী খাফুতি ত্রিপুরার সন্তান জন্মের আগেই মায়ের গর্ভে শনাক্ত হয়েছিল ব্র্যাঙ্কিয়াল সিস্ট। মাত্র ছয় মাসের আলট্রাসাউন্ডেই এই জন্মগত সমস্যাটি ধরা পড়ে।
শিশুটির জন্ম হয় ১৩ অক্টোবর, আমবাসা সরকারি হাসপাতালে। প্রসব স্বাভাবিক হলেও চিকিৎসকেরা আগেই জানিয়েছিলেন—নবজাতকের বিশেষজ্ঞ চিকিৎসার প্রয়োজন হতে পারে। জন্মের পর হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য প্রখ্যাত শিশু সার্জন ডা. অনিরুদ্ধ বসাকের কাছে রেফার করেন।
শিশুটি ১৭ দিনের মাথায় ডা. বসাকের প্রাথমিক পরীক্ষার পর একাধিক ডায়াগনস্টিক পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। এসময়ের মধ্যেই শিশুর পরিবার উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেন—সিস্টটি দ্রুত ফুলে উঠছে। স্বাভাবিকের চেয়ে দ্রুত বৃদ্ধি পাওয়ায় তাঁরা দ্রুত পরীক্ষার রিপোর্টসহ আবার ডা. বসাকের শরণাপন্ন হন।
এরপর শিশুটিকে ২১ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ পর্যবেক্ষণ, প্রস্তুতি ও স্থিতিশীলতার পর ২৫ নভেম্বর অস্ত্রোপচার করা হয়। দুই ঘণ্টা ধরে চলা জটিল এই সার্জারি সম্পূর্ণ সফল হয় এবং কোনো জটিলতাও দেখা যায়নি।
অস্ত্রোপচারের বিষয়ে ডা. অনিরুদ্ধ বসাক জানান, মাত্র ৪৩ দিনের নবজাতকের ওপর এমন সংবেদনশীল সার্জারি করা অত্যন্ত চ্যালেঞ্জিং। ভারতের কোথাও আট মাসের কম বয়সী শিশুর উপর এই ধরনের ব্র্যাঙ্কিয়াল সিস্ট অপারেশনের নজির নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “দেশে এই প্রথম ৪৩ দিনের নবজাতকের ওপর ব্র্যাঙ্কিয়াল সিস্ট সার্জারি সফল হলো—এটি শিশু সার্জারি ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক।”
চিকিৎসা সফল ভাবে সম্পন্ন হওয়ায় শিশুটি এখন সুস্থ। এই বিরল সাফল্য ত্রিপুরার শিশু স্বাস্থ্য ক্ষেত্রে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।





Leave feedback about this