জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যবাসীর জন্য আরও এক সুখবর। কেন্দ্রে তৃতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় বসার পর ত্রিপুরাবাসির জন্য নতুন আরেকটি রেল উপহার।রেল মন্ত্রক নতুন আরেকটি দূরপাল্লার ট্রেন চালু করতে যাচ্ছে। আগরতলা- কলকাতার মধ্যে চালু হতে যাচ্ছে গরীব রথ নামে এই ট্রেনটি।
এতে খুব কম খরচে রাজ্যের মানুষ কলকাতায় যাওয়ার সুযোগ পাবেন বলে খবর। সম্ভবত তিন জুলাই চালু হবে নতুন আগরতলা-কলকাতার মধ্যে গরীব রথ। এতে খুশি রাজ্যের মানুষ। সম্প্রতি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সাব্রুম পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
Leave feedback about this