2024-12-17
agartala,tripura
রাজ্য

ত্রিপুরাবাসীকে আলোর উৎসব দীপাবলিতে শুভেচ্ছা জ্ঞাপন মন্ত্রী সুশান্ত চৌধুরীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ সামাজিক মাধ্যম থেকে টুইট করে রাজ্যবাসীর উদ্দেশ্যে শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, শুভেচ্ছাবার্তা

 

আমার প্রিয় ত্রিপুরাবাসী,

আগামী কয়েকদিন শ্রীশ্রী মাতা ত্রিপুরাসুন্দরীর আরাধনায় ও দীপাবলিতে সারা রাজ্য মেতে উঠবে আলোর উৎসবে। এ হল আমাদের প্রাণের উৎসব। যুগ যুগ ধরে এই উৎসব আমাদের সবাইকে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

 

প্রতি বছরের মতো এবারেও লক্ষ লক্ষ পুণ্যার্থী মেলাপ্রাঙ্গণে আসবেন উৎসবে সামিল হতে। সকলের উপস্থিতিতে মেলা ও উৎসব হয়ে উঠবে প্রাণবন্ত। প্রতিবছর উদয়পুর তথা রাজ্যের বহু তরুণ-তরুণী স্বেচ্ছাসেবকের গুরুদায়িত্ব পালন করে এই মেলা ও উৎসবকে সুসম্পন্ন করে তোলেন। আমি তাঁদের অভিনন্দন জানাই। আমি অভিনন্দন জানাই সেইসব পরিবহণকর্মী ও সহায়কদের, যারা প্রতিবছর পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে মাতৃদর্শনে সহায়তা করেন। আশা করি এবছরও তাঁরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরাও প্রস্তুত থাকছি এই ঐতিহ্যবাহী উৎসবের মর্যাদা ও গৌরব যেন অক্ষুণ্ণ থাকে।

 

তবে সবচেয়ে বড়ো কথা হল, আপনাদের সবার সাহায্য ছাড়া আমরা এই উৎসবের আয়োজনে সফল হতে পারব না। সবাইকেই মনে রাখতে হবে, এই উৎসবে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 

আমার দৃঢ় বিশ্বাস ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আমরা যথাযথভাবে এই উৎসব সফল করে তুলতে পারব।

 

মাতা ত্রিপুরাসুন্দরীর আরাধনা ও দীপাবলি উৎসবে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। একটি নিরাপদ ও আনন্দময় উৎসব সবাই উপভোগ করুন – এই কামনা করি।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service