2024-12-19
agartala,tripura
রাজ্য শিক্ষা

ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে আমরা বদ্ধপরিকর । ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করবই । তবেই সরকারের স্বপ্ন ও লক্ষ্য পূরণ হবে । বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।

 

ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে বদ্ধপরিকর রাজ্য সরকার । রাজ্যের উন্নয়ন ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারলেই ত্রিপুরা রাজ্য একদিন হয়ে উঠবে শ্রেষ্ঠ রাজ্য । সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি সামগ্রিক উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। সরকার চাইছে রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করতে ।ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও পরম্পরাকে ধরে রাখার জন্য সরকার ও সচেষ্ট রয়েছে । বিশেষ করে রাজ্যের স্বশাসিত জেলা পরিষদ এলাকাগুলি সামগ্রিক উন্নয়ন করতে পারলেই রাজ্য সরকারের শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়িত হবে ।

 

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবেই গড়ে তোলা সরকারের প্রধান লক্ষ্য । সরকার চাইছে অচিরেই রাজ্য যেন হয়ে ওঠে নেশা মুক্ত রাজ্য । নেশার করাল গ্রাস থেকে ফিরিয়ে আনতে হবে যুবসমাজকে ।

 

এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন এমবিবি কলেজের একটা ঐতিহ্য রয়েছে । এই কলেজে আমি নিজেও পড়াশোনা করেছি ।তার জন্য এই কলেজের সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক রয়েছে। আমি এই কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি ।মহারাজা বীর বিক্রম কলেজের নবীন বরণ উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনেকেই এদিন তাদের স্মৃতিচারণ করতে দেখা গিয়েছে । আবেগপ্রবণ হয়ে পড়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service