2025-01-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা

ত্রিপুরাকে দেশের একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে : সুধাংশু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশে ও মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে বর্তমানে ত্রিপুরা সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে দেশের একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য সব অংশে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আজ ফটিকরায়ে নজরুল কলাকেন্দ্রে কুমারঘাট মহকুমা ভিত্তিক পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস।

অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকেও স্মরণ করেন। এদিন পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে নজরুল কলাকেন্দ্রে সকালে শিশু শিল্পীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ত্রিপুরার ইতিহাস সবাইকে জানতে হবে।

তিনি বলেন, ২০১৮ সালের পর থেকে মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। ত্রিপুরার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য ভারতে এখন সম্মানের আসনে প্রতিষ্ঠিত হয়েছে। এই ধারাকে অব্যাহত রেখে জাতি-জনজাতি সহ সকল অংশের একতা ও সৌভ্রাতৃত্বের মাধ্যমে দেশে একটি শ্রেষ্ঠ রাজ্য হিসেবে ত্রিপুরাকে গড়ে তুলতে তিনি সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক তাপস ভৌমিক রাজতন্ত্র থেকে গণতন্ত্রে ত্রিপুরা উত্তোরণের ইতিহাস তুলে ধরে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।

এছাড়া বক্তব্য রাখেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যন সুমতি দাস। সভাপতিত্ব করেন ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা দত্ত কর। স্বাগত বক্তব্য রাখেন মহকুমা শাসক এন এস চাকমা। উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাপতি অমলেন্দু দাস, ডিসিএম শুভঙ্কর সেন, সমাজসেবী নীলকান্ত সিনহা, তরুন দাস, শিবেন্দ্র ঘোষ প্রমুখ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service