2024-12-19
agartala,tripura
অপরাধ রাজ্য

তেল চুরি করতে গিয়ে বাইকে আগুন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাইক চুরি নয় , তেল চুরি করতে গিয়ে চোরের অজান্তেই বাইকে লেগে গেল আগুন । উপায়ান্তর না দেখে চোর দিল চম্পট । ঘটনা যোগেন্দ্র নগর অজিত পল্লী এলাকার পূজন সিংহ রায়ের বাড়িতে ।আকস্মিক এই ঘটনায় দুটি বাইক ও বেশ কিছু প্লাস্টিকের চেয়ার পুরে ছাই হয়ে যায় । অভিযোগ লিটন দাস নামে এলাকার এক নেশাখোর যুবক মানুষের বাড়ি থেকে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে বিক্রি করে নেশার জোগাড় করে । প্রত্যেকের সন্দেহ এই যুবকের দ্বারাই ঘটনা সংঘটিত হয়েছে ।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service