2024-12-16
agartala,tripura
রাজ্য

তেলিয়ামুড়ায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক কর্মসূচির পাশাপাশি সংস্কৃতি জগৎকে উৎসাহিত করতে প্রতিবছরের মত এবছরও বিশাল আয়োজন করছে তেলিয়ামুড়ার বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাব । রাজ্যের সংগীত প্রেমী ও শিল্পীদের আনন্দ দেওয়া এবং উৎসাহিত করার জন্য তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের উদ্যোগে মেগা সাংস্কৃতিক সন্ধ্যা। প্রতি বছরই এই ক্লাব দেশের নামকরা ও উদীয়মান শিল্পীদের দ্বারা সংগীত সন্ধ্যার আয়োজন করে থাকে। এবছর দুর্গোৎসবকে কেন্দ্র করে এক মেগা কনসার্ট এর করা হয়। রাজ্যে এই প্রথম বারের মত সংগীত কনসার্ট করতে এসেছে নন্দী সিস্টার্স এবং তার ব্যান্ড। এবছরও ভারতের নামকারা শিল্পী দ্বারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ ই নভেম্বর তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য বিধানসভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায়।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service