2024-11-14
agartala,tripura
দেশ রাজনৈতিক রাজ্য

তৃণমূল সরকার অবৈধ ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি সার্টিফিকেট বিলি করেছে : বিজেপি 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০১০ সালের পরে পশ্চিমবাংলায় যেসব ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেগুলিকে বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এতে প্রায় ৫ লাখ সার্টিফিকেট বাতিল হয়। তবে হাইকোর্ট নির্দেশে বলেছে যারা এসব সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন কিংবা চাকরি প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের সার্টিফিকেট বাতিল হবে না।

এনিয়ে বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ বিজেপি ওবিসি মোর্চা তৃণমূল সরকারের সমালোচনা করেন। এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের প্রদেশ সভাপতি সমীর রঞ্জন ঘোষ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যরা। ওবিসি মোর্চা প্রদেশ সভাপতি এদিন মন্তব্য করেন, পশ্চিমবাংলার তৃণমূল সরকার অত্যন্ত নির্লজ্জ ভাবে প্রকৃত ওবিসি-দের অধিকারকে খর্ব করে একটি বিশেষ সম্প্রদায়ের লোকজনকে তুষ্টি করণের জন্য একটি বিশেষ সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় এনেছে।

এটা করা হয়েছে সম্পূর্ণ ভাবে ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে। তিনি তৃণমূল সরকারের সমালোচনা করে মন্তব্য করেন অসাংবিধানিক কাজে যুক্ত থাকার নিদর্শন পশ্চিমবাংলায় একের পর এক সামনে আসছে। সমীর বাবু অভিযোগ করেন তৃণমূল সরকার অবৈধ ভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ওবিসি সার্টিফিকেট বিলি করেছে। যেখানে পশ্চিমবাংলার জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম রয়েছে।সেখানে মুসলমান সম্প্রদায় থেকে ৬৬ শতাংশ ওবিসি-দের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service