2025-09-01
Ramnagar, Agartala,Tripura
দেশ বিশ্ব

তিয়ানজিন সফরে আঞ্চলিক সহযোগিতা জোরদারের বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২৫তম শীর্ষ সম্মেলন। এদিন পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে ভারতের আঞ্চলিক সহযোগিতা নিয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন তিনি।

বিদেশ সচিব বিক্রম মিশ্রি রবিবার সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ বৈঠকে ভাষণ দেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। তারপরই তিনি দেশে ফিরে আসবেন।

এর আগে সম্মেলন ভেন্যুতেই পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদি সেই বৈঠকের ছবি শেয়ার করে লিখেছেন—“তিয়ানজিনে আলোচনা অব্যাহত! SCO সম্মেলনে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট শির সঙ্গে মতবিনিময়।” অন্য একটি পোস্টে তিনি লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা হওয়া সবসময়ই আনন্দের।”

শনিবার দুই দিনের সরকারি সফরে তিয়ানজিনে পৌঁছান প্রধানমন্ত্রী। রবিবার তিনি শি জিনপিংয়ের সঙ্গেও পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক গতি ও অগ্রগতিকে স্বাগত জানায়। দুই নেতা একমত হন যে ভারত ও চিন প্রতিদ্বন্দ্বী নয়, উন্নয়নের অংশীদার। পার্থক্য যেন বিরোধে না পরিণত হয়, সে ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন তাঁরা।

মোদি স্পষ্ট জানান, সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত জরুরি। উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে যে গত বছর সীমান্তে সফলভাবে সেনা প্রত্যাহার করা হয়েছে এবং তারপর থেকে শান্তি বজায় রয়েছে। তাঁরা আবারও সীমান্ত সমস্যার ন্যায্য, যুক্তিসঙ্গত ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধান খোঁজার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া জনগণ থেকে জনগণের সম্পর্ক জোরদার করার দিকেও জোর দেন দুই নেতা। তারা সরাসরি ফ্লাইট চালু, ভিসা সহজীকরণ, কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় চালু এবং পর্যটক ভিসা চালুর মতো পদক্ষেপকে স্বাগত জানান।

মোদি ২০২৬ সালে ভারতের আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট শিকে আমন্ত্রণ জানান। শি সেই আমন্ত্রণ গ্রহণ করে ভারতের ব্রিকস সভাপতিত্বকে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন।

বর্তমানে SCO-র সদস্য রাষ্ট্র ১০টি—ভারত, রাশিয়া, চিন, ইরান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। এছাড়া ১৬টি দেশ রয়েছে সংলাপ সহযোগী ও পর্যবেক্ষক হিসেবে। ভারত ২০০৫ সাল থেকে পর্যবেক্ষক থাকার পর ২০১৭ সালে SCO-র পূর্ণ সদস্য হয়। ২০২০ সালে ভারত এই সংগঠনের সরকারপ্রধানদের পরিষদ এবং ২০২২-২৩ সালে রাষ্ট্রপ্রধানদের পরিষদের সভাপতিত্বও করেছে।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service