2024-12-19
agartala,tripura
দেশ রাজনৈতিক রাজ্য

তিন সদস্যর একটি কমিটি গঠন করতে হবে, আগস্ট মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার জনজাতিদের উন্নয়নের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের তরফ থেকে কমিটি গঠন করা হয়েছে। রাজ্য থেকে কমিটিতে রয়েছেন খোদ তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মন ও মথার সভাপতি বিজয় রাঙ্খল। সংবিধানের ১২৫ তম সংশোধনের বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিন সদস্যক একটি কমিটি গঠন করা করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। ২৫ আগস্টের মধ্যে কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন অমিত শাহ। শুক্রবার এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৃহস্পতিবার দিল্লিতে বৈঠক করেম তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। সঙ্গে ছিলেন উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের স্বশাসিত জেলা পরিষদের প্রতিনিধিরা।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service