2025-03-18
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

তিন যুবককে মারধর এবং এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগের তীর বি এস এফ এর কর্মীদের বিরুদ্ধে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিনা কারণে তিন যুবককে মারধর এবং এক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগের তীর বি এস এফ এর কর্মীদের বিরুদ্ধে। ঘটনা পাথারিয়াদার বি এস এফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। জানা যায় পাথারিয়াদার এলাকার সীমান্তের এক পাশে রয়েছে অহীদ মিয়ার নাম এক ব্যাক্তির বাড়ি, তার বাড়ির পাশে ভারতীয় সীমান্তের একটি জায়গা থেকে গবাদি পশুর জন্য কাঁঠাল গাছের পাতা গাছ থেকে আনতে যায় ইমরান মিয়া, শওকত আলী এবং দেলোয়ার হোসেন নাম তিন যুবক।

অভিযোগ তখন আচমকাই পাথারিয়াদার বিএসএফ ক্যাম্প থেকে কয়েকজন বিএসএফ জওয়ান সেখানে গিয়ে তাদের তিনজনকে দেখতে পেয়ে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। পরবর্তী সময়ে সেই তিন যুবককে গাছের সাথে হাত-পা বেঁধে বেধড়ক মারধোর করে। একটা সময় এক যুবক মাটিতে লুটিয়ে।

পরবর্তীতে অন্য দুই যুবকের চিৎকারে পার্শবর্তী বাড়ি থেকে মহিলারা ছুটে যায়। এদিকে ইমরান মিয়ার নাম এক যুবকের কান্নার শব্দ শুনতে পেয়ে ক্যাম্পে ছুটে যায় তার মা অভিযোগ এমন সময় কয়েকজন বিএসএফ মিলে সেই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে আহতদের নিয়ে আসা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service