2026-01-15
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

তিন বছরে ৩৫টি প্রকল্প, বরাদ্দ ১৪ কোটির বেশি—সংসদে ভূমিকার হিসাব দিলেন বিপ্লব দেব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাক্তন ত্রিপুরা মুখ্যমন্ত্রী ও লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব আজ সংসদ সদস্য হিসেবে তাঁর কার্যকালে রাজ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

তিনি জানান, কেন্দ্র সরকার লোকসভা ও রাজ্যসভার প্রত্যেক সাংসদের জন্য বার্ষিক ৫ কোটি টাকা করে বরাদ্দ দেয়। সেই সূত্রে তিনি রাজ্যসভা ও লোকসভা—উভয় কক্ষের সাংসদ থাকাকালীন এই বরাদ্দের সুযোগ পান। বিপ্লব দেব বলেন, “আমি রাজ্যসভায় ১.৫ বছর এবং লোকসভায় ১.৫ বছর, মোট তিন বছর সাংসদ ছিলাম।”

রাজ্যসভার সাংসদ হিসেবে তাঁর মেয়াদে ত্রিপুরায় মোট ১৩টি প্রকল্পে ৪ কোটি ৫৭ লক্ষ ৩৭ হাজার ৫৯১ টাকা বরাদ্দ করা হয়। পরবর্তীতে লোকসভার সাংসদ হিসেবে ২০২৪–২৫ অর্থবর্ষে ৭টি প্রকল্পে ৩ কোটি ৪৪ লক্ষ ৪৯ হাজার ২৬৮ টাকা এবং ২০২৫–২৬ অর্থবর্ষে ১৫টি প্রকল্পে ৬ কোটি ৩ লক্ষ ৬৯ হাজার ৭০৯ টাকা বরাদ্দ করা হয়। সব মিলিয়ে তাঁর উদ্যোগে মোট ১৪ কোটি ৫ লক্ষ ৪৬ হাজার ৫৬৮ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে তিনি জানান।

বিপ্লব দেব আরও বলেন, এই তহবিল বিভিন্ন জনস্বার্থমূলক কাজে ব্যয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্কুল, কমিউনিটি সেন্টার ও বাজার শেডে ১৯টি জল পরিশোধন কেন্দ্র স্থাপন, চিকিৎসা পরিষেবা ভবন নির্মাণ, যোগা ও ইনডোর হল তৈরি, অ্যাম্বুল্যান্স প্রদান এবং ওপেন জিম স্থাপন।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল (PMRF) থেকে ত্রিপুরার ১৪ জন ব্যক্তিকে মোট ৩২ লক্ষ ৪০ হাজার ২৪৯ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়াও সংসদে সিলেক্ট কমিটির সদস্য হিসেবে তাঁর ভূমিকার কথা তুলে ধরে বিপ্লব দেব জানান, লোকসভায় তিনি “Evidence before the Select Committee on the IBC Amendment Bill 2025” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নথিভুক্ত করেন।

সামগ্রিকভাবে, সংসদ সদস্য হিসেবে তাঁর দায়িত্বকালীন সময়ে ত্রিপুরার উন্নয়নে নেওয়া নানা উদ্যোগের কথা এদিন বিস্তারিতভাবে তুলে ধরেন বিপ্লব কুমার দেব।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service